পরীমনিঃ নতুন বছরে ভক্তদের জন্য উপহার পরীমনি অভিনীত ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমা। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির পাবে জানা গেছে।
পরিচালক শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার পরিচালিত প্রথম সিনেমা মুখোশ জানুয়ারির মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে আশা করছি। পরীমনি জেল থেকে বের হয়ে এই সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছিলেন। নতুন বছরে এটি পরীমনি অভিনীত প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।’
গতকাল ১৫ নভেম্বর সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ পায়। এর আগে, কি রহস্য লুকিয়ে আছে পেইজ নাম্বার 44 এ?!!! ক্যাপশন দিয়ে পরীমনি নিজের সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে পোস্ট করে জানান “মুখোশ” উন্মোচন হবে আজ(১৫ নভেম্বর) রাত ঠিক ৮ টায়।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।
পরীমনি ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, রোশান, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, এলিনা শাম্মিসহ অনেকেই।