Tags: খান পরিবারের বউ, বিনোদন সংবাদ, হবেন সোনাক্ষী সিনহা
বি-টাউনে চলছে বিয়ের শোরগোল। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফের পর এবার সোনাক্ষী সিনহার বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন শোনা গেল।তিনি নাকি খান পরিবারের নতুন সদস্য হতে চলেছেন।
সালমান খানের ভাই সোহেলের শ্যালক বান্টি সচদেবার সঙ্গে মালা বদল করতে চলেছেন সোনাক্ষী।
২০১৭ সালেও একবার সোনাক্ষীর বিয়ে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। কিন্তু পরে তা ধামাচাপা পড়ে যায়।এবার নতুন করে শুরু হয়েছে গুঞ্জন।সোনাক্ষী সিনহার পরিবারের জামাই হিসেবে বান্টি সচদেবাকে দারুণ পছন্দ। আর খুব তাড়াতাড়ি তার পরিবার চার হাত এক করতে চান। বান্টি পিআর (জনসংযোগ) সংস্থা কর্নারস্টোনের মালিক।
সোনাক্ষী আর বান্টিকে একাধিক পার্টিতে একসঙ্গে দেখা গেছে। সোনাক্ষী এক সাক্ষাৎকারে বান্টি সম্পর্কে বলেছিলেন, ‘বান্টি স্বনির্মিত মানুষ। আর এখন অবিবাহিত জীবন উপভোগ করতে চায় ও।’
এক সাক্ষাৎকারে দাবাং খ্যাত এই বলিউড নায়িকা বলেছেন স্কুলজীবনে এক ছেলের প্রেমে পাগল ছিলেন তিনি। পরে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন সোনাক্ষী। আর এ ব্যাপারে নিজেকে ভাগ্যবতী মনে করেন তিনি। যৌবনেও সোনাক্ষী একবার গভীর প্রেমে পড়েছিলেন। কিন্তু সে সম্পর্কও টেকেনি। পরে বিভিন্ন সময় তাঁর সঙ্গে অর্জুন কাপুর, শহীদ কাপুর, জাহির ইকবাল, আদিত্য শ্রফের সম্পর্কের কথা উঠে এসেছিল।
তবে, ৩৪ বছর বয়সী সোনাক্ষী এবার আসল জীবনের নায়ক কেই খুঁজে পেয়েছেন।