Tags: ঢালিউড, প্রীয়াঙ্কা সরকার, বিনোদন খবর
ঢালিউড:অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের পায়ে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে পুরোপুরি সেরে কাজে ফিরতে সময় লাগবে। আজ রোববার এক টুইটার পোস্টে নিজের সর্বশেষ অবস্থার খবর জানিয়েছেন কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী।
জানা গেছে, গতকাল শনিবার বেলা তিনটায় প্রিয়াঙ্কা সরকারের অস্ত্রোপচার শুরু হয়। অপারেশন থিয়েটারে চিকিৎসকদের তিনি বারবার অনুরোধ করতে থাকেন, যাতে দ্রুত তাঁকে সারিয়ে তোলেন। কলকাতার মুকুন্দপুরের ওই হাসপাতালের চিকিৎসকেরা অভিনেত্রীর মনোবল দেখে চমকে যান।
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার
তবে চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের গুরুতর আঘাতের রোগীকে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয়। প্রিয়াঙ্কার অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।তাঁরা জানিয়েছেন, ফিজিওথেরাপি ও আধুনিক রিহ্যাবিলিটেশনের মাধ্যমে প্রিয়াঙ্কা দ্রুত সেরে উঠবেন।
দুর্ঘটনার খবর জানার পর ছেলে সহজকে দেখার দায়িত্ব নেন প্রিয়াঙ্কার সাবেক স্বামী রাহুল। তিনি জানিয়েছেন, সহজ ভালো আছে। প্রিয়াঙ্কার সঙ্গে একবার ফোনে কথা হয়েছে তাঁর। অস্ত্রোপচারের পর বিকেলে তিনি দেখতে গিয়েছিলেন প্রিয়াঙ্কাকে।
বিচ্ছেদের প্রভাব সন্তানের ওপর পড়তে দেননি প্রিয়াঙ্কা ও রাহুল। মূলত মায়ের সঙ্গে থাকলেও বাবার সঙ্গেও সময় কাটায় সহজ। দুই বাড়িতেই তাঁর যাতায়াত রয়েছে।
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার
আজ সকালে এক টুইটার পোস্টে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা সরকার। তিনি লিখেছেন, ‘আমাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার জন্য, শুভকামনা ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি একটু একটু করে সেরে উঠছি। যদিও পুরোপুরি সেরে উঠতে আমার সময় লাগবে। তত দিন আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন।’
বিনোদন খবর ২৪।