1. admin@binodonbarta24.com : admin :
বিয়ের ব্যয়ের সিংহভাগ ক্যাটরিনার কাঁধে   - বিনোদন বার্তা ২৪।
শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৬:০৬ অপরাহ্ন
শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৬:০৬ অপরাহ্ন

বিয়ের ব্যয়ের সিংহভাগ ক্যাটরিনার কাঁধে  

বিনোদন বার্তা ২৪ ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৫৩

Tags: , ,

আজ ক্যাটরিনা-ভিকির বিয়ের দিন। জমকালো আয়োজন ও সাজসজ্জায় সাত পাকে বাঁধা পড়েছেন এই তারকা জুটি।

জানা গেছে, বিলাসবহুল জমকালো এই বিয়ের ৭৫ শতাংশ খরচ ক্যাটরিনা বহন করছেন। ২৫ শতাংশ খরচ দেবেন ভিকি কৌশল। সিক্স সেন্সের ফোর্টে বিয়ের আয়োজন করার জন্য কোনো খরচ করতে হয়নি এই জুটিতে। প্রচার পাওয়ার জন্য বিনামূল্যে বিয়ের আয়োজন করার সুযোগ করে দিয়েছে ভেন্যু কর্তৃপক্ষ।

তবে অতিথিদের আসা-যাওয়ার খরচ, নিরাপত্তা ব্যবস্থা, খাবার সহ বাকি সব খরচই বহন করতে হচ্ছে ক্যাট-ভিকিকে। এই সিংহভাগ খরচই ক্যাটরিনা করছেন। বিয়ে সংক্রান্ত বেশিরভাগ সিদ্ধান্তও ক্যাটরিনাই নিয়েছেন।

ভিকি কৌশল নাকি অতিথিদের ওপরে এত নিয়ম চাপিয়ে দেয়ার পক্ষে ছিলেন না। কিন্তু সব সিদ্ধান্ত যেহেতু ক্যাটই নিয়েছেন, তাই ভিকি আর আপত্তি জানাননি।

রাজস্থানের মাধোপুরের রিসোর্টে পালকি এবং ঘোড়া এনে রাখা হয়েছে। এতে চড়েই বিয়ের মন্ডপে পৌঁছবেন ক্যাটরিনা এবং ভিকি। কাঁচের মন্ডপে বিয়ে করবেন এই তারকা যুগল।

 

বিনোদন বার্তা২৪।

 

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Binodonbarta24.com
Theme customize By Theme Park BD