1. admin@binodonbarta24.com : admin :
কলার বাম্পার ফলন প্রীতির বাগানে   - বিনোদন বার্তা ২৪।
শুক্রবার, ০১ জুলাই ২০২২, ০৪:৩৯ অপরাহ্ন
শুক্রবার, ০১ জুলাই ২০২২, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

কলার বাম্পার ফলন প্রীতির বাগানে  

বিনোদন বার্তা ২৪ ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৮৭

Tags: , ,

 

তারকাদের রয়েছে ভিন্ন ভিন্ন সখ। বাগান করতে ভালোবাসেন অনেক তারকাই। সে তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাও।২০১৯ সালে বাড়ির পাশের বাগানে বেশকিছু গাছ রোপণ করেছিলেন তিনি। এর মধ্যে রয়েছে কলা গাছও।

করোনা মহামারির সময়ে ঘরবন্দি অবস্থায় বাগানেই কাটতো তার অবসর। গাছগুলোর বেশ যত্নও নিয়েছেন তিনি। অবশেষে তিন বছর পর সেই গাছে ফল ধরেছে।কলার বাম্বার ফলন হয়েছে। গাছে কলার ছড়া দেখে আনন্দে আত্মহারা এই অভিনেত্রী।

নিজের লাগানো গাছের কলা ভক্তদের দেখাতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রীতি।

ভিডিওতে অভিনেত্রী বলেন, ‘সবুরে মেওয়া ফলে। যদি আপনি একটি চারাগাছ রোপণ করেন, নিজের সমস্ত ভালোবাসা এবং যত্ন দেন, এটাও এই কলা গাছের মতো বেড়ে উঠবে এবং ফল দেবে। এখন আমি কলার মিল্ক-সেক বানাবো। কলা দিয়ে আরও অনেক উপকরণ তৈরি করব। ’
ক্যাপশনে প্রীতি জানান, ২০১৯ সালে যেসব গাছ রোপণ করেছিলেন, ওইসব গাছের বেড়ে ওঠা দেখার চেয়ে তার কাছে আনন্দের আর কিছুই ছিল না।

একই সঙ্গে সবাইকে গাছ লাগানো জন্য উৎসাহও দিয়েছেন সদ্য মা হওয়া ডিম্পল গার্ল খ্যাত এই অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Binodonbarta24.com
Theme customize By Theme Park BD