Tags: বিনোদন খবর, সিয়াম-অবন্তী
সংসারে নতুন অতিথির আগমনের খবর দিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। শনিবার (২৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানান সিয়াম।
নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেন নায়ক সিয়াম। তাতে দেখা যায়, স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর বেবি বাম্পে চুম্বনরত সিয়াম।
ক্যাপশনে লিখেন,”Ten little fingers, ten little toes,
with love and grace, our family grows,
this precious soul, so sweet and new,
this little life, a dream come true.”
Alhamdulillah! 👣
‘ছোট্ট এই জীবনের বড় একটি স্বপ্ন পূর্ণতা পেতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ।’
শাম্মা রুশাফির সঙ্গে সাত বছর প্রেম করে ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম। এ দম্পতির এটি প্রথম সন্তান। তবে কবে নাগাদ নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে তা অবশ্য জানা যায়নি।
গত শুক্রবার মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি। বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। বর্তমানে সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন এই নায়ক। আগামী ৭ জানুয়ারি মুক্তি পাবে সিয়ামের আরেক সিনেমা ‘শান’।