1. admin@binodonbarta24.com : admin :
বিপাকে ভিকি কৌশল!   - বিনোদন বার্তা ২৪।
সোমবার, ১৭ জানুয়ারী ২০২২, ০৫:৫৪ অপরাহ্ন
সোমবার, ১৭ জানুয়ারী ২০২২, ০৫:৫৪ অপরাহ্ন

বিপাকে ভিকি কৌশল!  

বিনোদন বার্তা ২৪ ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৪৩

Tags: , ,

 

বলিউডের গ্ল্যামারাস ক্যাটরিনা কাইফকে সম্প্রতি নিজের রানী করে নিয়েছেন ভিকি কৌশল।গত বছরের ৯ ডিসেম্বর রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে মালা বদল করে সাত পাঁকে বাধাঁ পরেন এই তারকা জুটি।নেটজেনদের আলোচনায় কেন্দ্রে রয়েছেন এই মূহুর্তে ভিকি-ক্যাট দম্পতি।

তবে সুখের মাঝেই একটি খারাপ সংবাদ পেলেন ক্যাটরিনাপতি। ভারতের ইনদওরের বাসিন্দা জয় সিংহ যাদব তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। জয় সিংহের অভিযোগ, তাকে না জানিয়ে তারই বাইকের নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে ভিকির সিনেমায়। দিন কয়েক আগেই একটি সিনেমার শুটিংয়ে বাইকে চড়ে ভিকির ঘুরে বেড়ানোর ছবি ঘুরপাক করছিল নেটমাধ্যমে। সেখান থেকেই বিষয়টি নজরে আসে ওই ব্যক্তির।

সংবাদসংস্থা এএনআইকে জয় সিংহ বলেছেন, ‘ভিকির বাইকে যে নম্বরটি ব্যবহার করা হয়েছে, তা আসলে আমার বাইকের। আমি জানি না সিনেমার নির্মাতা কথাটি জানেন কি না। কিন্তু আমার অনুমতি ছাড়া এভাবে আমার বাইকের নম্বর ব্যবহার করা যেতে পারে না। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আশা করছি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে, ইনদওরের বনগঙ্গা থানার সাব ইনস্পেক্টর রাজেন্দ্র সোনি জানিয়েছেন, পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন। ভিকির বাইকে নম্বর প্লেট বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হবে।

 

বিনোদন বার্তা২৪।

 

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Binodonbarta24.com
Theme customize By Theme Park BD
%d bloggers like this: