1. admin@binodonbarta24.com : admin :
আলিয়ার নাম করে রেস্তোরাঁয় ঢুকতে চেয়েছিলেন করণ-সারা - বিনোদন বার্তা ২৪।
শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৬:৫০ অপরাহ্ন
শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৬:৫০ অপরাহ্ন

আলিয়ার নাম করে রেস্তোরাঁয় ঢুকতে চেয়েছিলেন করণ-সারা

বিনোদন ডেস্ক।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৫৭

Tags: , ,

 

এই মুহূর্তে লন্ডনে রয়েছেন করণ জোহর ও সারা আলি খান। মঙ্গলবারই আলিয়া ভাট, মণীশ মালহোত্রাদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলে পোস্ট করেছিলেন করণ। এরপর গতকাল বুধবার একটি ভিডিও পোস্ট করেন সারা। 

লন্ডনের রাস্তায় হন্যে হয়ে ঘুরছিলেন ক্ষুদার্ত করণ ও সারা। কোন রেস্তোরাঁয় ঢুকে খাওয়া যায়, সেটাই খুঁজছিলেন তারা। যে কোনো ভাবে রেস্তোরাঁয় একটি টেবিল পাওয়ার চেষ্টায় ছিলেন পরিচালক। কিছুটা মজা করেই আলিয়ার নাম নিলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, রেস্তোরাঁয় কর্মরত এক ব্যক্তিকে করণ জিজ্ঞাসা করছেন আলিয়ার নামে সেখানে কোনো টেবিল বুক করা আছে কিনা। ওই ব্যক্তি করণকে জানান, নাহ, এই নামে কোনো রেস্তোরাঁয় কোনো বুকিং নেই। ফিরে যেতে হয় করণকে।

ভিডিওর শেষে সারা আলি খানকে বলতে শোনা যায়, সবকিছুর একটা সীমা রয়েছে করণ। আমার মনে হয় উনি যথেষ্ট ভদ্রতা করে আমাদের বিদায় জানিয়েছেন।

ভিডিওতে সারা লিখেছেন, করণ আর আমার যখন ভীষণ খিদে পেয়েছিল, আর কোনো টেবিল বুক ছিল না। তখন KFC ছাড়া আর কোনো গতি ছিল না।
ভিডিওটি দেখেই বেশ বোঝা যাচ্ছে পুরোটাই মজার ছলে বানিয়েছেন করণ জোহর।
এই মুহূর্তে ছবির কাজে লন্ডনে রয়েছেন সারা আলি খান। কিছুদিন আগেই সেখানকার জাদুঘর ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন তিনি।

 

 

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Binodonbarta24.com
Theme customize By Theme Park BD